
বাক স্বাধীনতায় হস্তক্ষেপে ভারত সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন, ‘এক্স’ এর প্রতিষ্ঠাতা ইলম মাস্ক

আবারো বিশ্বের দরবারে লজ্জাস্কর ভাবে মুখ পুড়লো মোদি সরকারের। কিছুদিন আগে ভারতের প্রধানমন্ত্রীর বিদেশ সফরের নায়কোচিত ভাবমূর্তিতে জল ঢেলেছেন ডোনাল্ড ট্রাম। বৈদেশিক চুক্তিতে ট্রাম্পের নানান শর্ত মানতে গিয়ে কার্যত বিপাকে পড়েছে ভারত সরকার। পরবর্তীতে স্টারলিঙ্কের কর্ণধার ইলন মাস্কের সঙ্গে বৈঠক হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সেখানে ভারতে বিপুল অর্থ বিনিয়োগের প্রতিশ্রুতি দেন, বিশ্বের অন্যতম প্রধান ধনকুবের ইলন মাস্কের।

তবে বর্তমানে এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্কটাও তিক্ত সম্পর্কে পরিণত হয়েছে। ‘এক্স’ -এ (পূর্বে যা ‘টুইটার’ নামে পরিচিত ছিল) মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে ভারত সরকার, এই অভিযোগে আদালতে অভিযোগ দায়ের করেছেন, ‘এক্স’-এর কর্ণধার ইলন মাস্ক। তার দাবি, সমাজ মাধ্যমে বেআইনি ভাবে মত প্রকাশের অধিকারকে দমিয়ে দিতে চাইছে ভারত সরকার। ‘এক্স’ সমাজ মাধ্যমে, খবর প্রদানের নিরপেক্ষতায় বেআইনি ভাবে সেন্সরশিপ আরোপ করছে মোদি সরকার। জানা যাচ্ছে, কর্নাটকের হাইকোর্টে দায়ের হয়েছে এই মামলা। এমন ধরনের নানান পারিপার্শ্বিক কার্যকলাপ দেখে, রাজনৈতিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন, ভারতের পররাষ্ট্রনীতির পন্থার ফলে কি, বন্ধুর থেকে শত্রুর সংখ্যা বেড়ে যাচ্ছে?

এর আগেও বহুবার বিজেপি সরকারের বিরুদ্ধে মত প্রকাশের স্বাধীনতা খর্ব করার অভিযোগ উঠেছে। সাংবাদিক হত্যা থেকে শুরু করে, আন্দোলনরত সাধারন মানুষকে নির্যাতন করতে দেখা গেছে এই সরকার। দিল্লিতে আন্দোলনরত ছাত্রদের উপর অত্যাচার, উমর খালিদকে গ্রেফতার, এমনকি বীরাঙ্গনা সাংবাদিক গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ড সহ নানান ঘটনায় বারবার সামনে উঠে এসেছে বিজেপির নাম। বিজেপি শাসিত ভারতবর্ষে এই সমস্ত ঘটনার জেরে বিশ্ব সংবাদ মাধ্যমের স্বাধীনতা সূচকে ২০২৪ সালের রিপোর্ট অনুযায়ী ১৮০ টি দেশের মধ্যে ভারতের স্থান রয়েছে ১৫৯ এ।