শিমুল আলী
স্টাফ রিপোর্টার নাটোর
খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণ করার ও প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় না করার অপরাধে ভোক্তা অধিকার আইন-২০০৯ এর ৪২ ও ৪৫ ধারায় নাটোরের বাগাতিপাড়ায় দুটি প্রতিষ্ঠানকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (৫জুলাই) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামসুল আলমের মোবাইল টিম বাজার তদারকি মুলক অভিযান করেন।
অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি ও খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণ করার অপরাধে শাপলা ব্রেড এন্ড বিস্কুট কারখানার মালিক দুলাল উদ্দিনকে তিন হাজার এবং প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার দায়ে উপজেলার তমালতলা বাজারের ভাই ভাই কসমেটিকস এর মালিক শরিফুল ইসলামকে তিন হাজার টাকা জরিমানা করেন সহকারী পরিচালক শামসুল আলম।
এসময় কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর বাগাতিপাড়া উপজেলা কমিটির সভাপতি আব্দুল মজিদ এবং বাগাতিপাড়া মডেল থানার এসআই জাহাঙ্গীর সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।