আতিয়া সুলতানা তাইয়্যিবা
এনবিটিভি নিউজ ডেস্কঃ
লন্ডনের পিকাডিল্লি সার্কাসে বিলবোর্ডে বাংলাদেশী বংশোদ্ভূত এক নারীর ফটো স্থান পেয়েছে। বিলবোর্ডটি তে ফারজানা হোসেইন নামের এক নারীর ফটো। তিনি একজন বাংলাদেশী বংশোদ্ভুত ব্রিটিশ চিকিৎসক। যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) ঘোষণা দিয়েছে, ফারজানা হোসেইন এই বছর যুক্তরাজ্যে বর্ষসেরা চিকিৎসক হিসেবে নির্বাচিত হয়েছেন।
ছবিটি প্রকাশ করেছে ব্রিটেনের সাটারস্টক.কম। তাতে দেখা যাচ্ছে, বিলবোর্ডটির সামনেই দাঁড়িয়ে রয়েছেন ডা: ফারজানা হোসেইন।
বিদেশের মাটিতে বাংলাদেশ কে মর্যাদার আসনে আসীন করেছেন ডাঃ ফারজানা হোসেইন।
ফটোঃ সংগৃহীত