গরুকে ধর্ষণ ৫৫ বছরের ১ ব্যক্তির, তীব্র নিন্দার ঢেউ উঠছে নেটজগতে

এনবিটিভি ডেস্ক: গরুকে ধর্ষণ! ভাবা যায়? এরকমই ঘৃণ্য ঘটনার দায়ে ৫৫ বছরের এক পুরুষের নামে কড়া মামলা রুজু করে গ্রেফতার করল পুলিস। ৪ জুলাই ভোর ৪ টা নাগাদ ভোপালের সুন্দর নগরে একটি ডেয়ারিতে যায় ওই ব্যক্তি। সেখানেই একটি গরুর সঙ্গে অভব্য আচরণ শুরু করে সে। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে থানায় অভিযোগ দায়ের করে ওই ডেয়ারির মালিক রাম যাদব।

ইতিমধ্যেই ওই অভিযুক্ত ব্যক্তিকে ৩৭৭ ধারায় গ্রেফতার করেছে পুলিস। এই ধারায় সর্বোচ্চ সাজা আজীবন জেল কিংবা ১০ বছরের জেল এছাড়া জরিমানাও হতে পারে।  এই ঘটনা প্রকাশ্যে আসতেই তীব্র নিন্দার ঢেউ উঠছে নেটজগতে। সকলে ঘৃণা উগড়ে দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায়।

Latest articles

Related articles