খুন নাকি আত্মহত্যা বাকযুদ্ধে দিলীপ বনাম ফিরহাদ

এনবিটিভি: হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের দেহের ময়নাতদন্তের রিপোর্ট থেকে পুলিশের অনুমান, তিনি আত্মহত্যা করেছেন। কিন্তু বিজেপি খুনের তত্ত্বেই অনড়। ওই বিধায়কের ঝুলন্ত দেহ পাওয়া যায় সোমবার। মঙ্গলবার তাঁর মৃতদেহের ময়না-তদন্তের রিপোর্টে লেখা হয়েছে, শ্বাসরোধের ফলে তাঁর মৃত্যু হয়েছে। কিন্তু বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এ দিনও দাবি করেন, ‘‘দেবেন্দ্রনাথ রায়কে অন্য কোথাও হত্যা করে ওখানে ঝুলিয়ে দেওয়া হয়।’’ এমনকি, তিনি আরও অভিযোগ করেন, ‘‘পুলিশই এটা করেছে। তাঁর পকেটে সুইসাইড নোটও পুলিশই ঢুকিয়ে দিয়েছে। এটা পুলিশের ভিতরের খবর। এ সব ধামাচাপা দিতেই সরকার এ ক্ষেত্রে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে।’’

তৃণমূল বিজেপির খুনের তত্ত্ব উড়িয়ে দিয়েছে। মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘‘যারা ময়না-তদন্তের রিপোর্টকেও মান্যতা দেয় না, তারা আসলে রাষ্ট্রকেই অমান্য করে। আর বিজেপি শুধু রাষ্ট্রপতির দরবারে কেন, রাষ্ট্রসঙ্ঘেও যেতে পারে।’’

Latest articles

Related articles