এনবিটিভি ডেস্ক: গত মাসেই ভারতে নিষিদ্ধ হয়েছিল ৬৯ চিনা মোবাইল অ্যাপ। এমনকি এই তালিকাভুক্ত অ্যাপগুলিকে নির্দেশিকা কঠোরভাবে পালন করতেও বলেছিল ভারত সরকার। নাহলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও ছিল। এরমধ্যেই ফের ধাক্কা চিনকে। ভারতে নিষিদ্ধ হল আরও ৪৭টি চিনা মোবাইল অ্যাপ।
কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের এক সূত্র মারফৎ জানা যাচ্ছে, এই অ্যাপগুলি আগের ব্যান হওয়া কিছু অ্যাপের ক্লোন বা বিকল্প। খুব শীঘ্রই এই সংক্রান্ত সরকারি নির্দেশিকা জারি করা হবে। পূর্ব লাদাখে ভারত-চিন সীমান্তে উত্তেজনা ও সংঘর্ষের পরই ভারত ৬৯টি চিনা মোবাইল অ্যাপ ব্যান করেছিল। যার কয়েকঘন্টার মধ্যেই চিন প্রশাসন ভারতীয় সংবাদপত্র ও ওয়েবসাইটগুলির অ্যাক্সেস বন্ধ করে দিয়েছিল।
পরবর্তী সময় চিনের তরফে হুমকিও দেওয়া হয়েছিল ভারত এক তরফা সিদ্ধান্ত নিলে পরিনতি ভালো হবেনা। তবে পরবর্তী সময়ে অনেকটাই পিছু হঠে চিন। দুদেশের মধ্যে কয়েক দফায় সামরিক ও কূটনৈতিক আলোচনার পর দু’দেশই সীমান্ত থেকে সেনা সরানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু এখনও প্যাংগং লেক ও ফিঙ্গার পয়েন্ট গুলি থেকে চিনা সেনা সরেনি। এরমধ্যেই নতুন করে ডিজিটাল স্ট্রাইক হানল ভারত।