তৃণমূল খুচরো এক টাকার মতো যা বাজারে আছে কিন্তু কেউ নিতে চাইছে না:কাশেম আলী

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200726-WA0134

এনবিটিভি: এনবিটিভির এক সাংবাদিক বিজেপি নেতা মুকুল রায় এর ঘনিষ্ঠ শিষ্য কাসেম আলী কে ফোন করে জানতে চাওয়া হয় মুকুল রায়ের অবস্থান কি? তিনি কি বিজেপিতে থাকছেন নাকি তৃণমূলে আবার যোগদান করছেন তাই নিয়ে শুরু হয়েছে বেশ জল্পনা। উত্তরে বিজেপি নেতা কাসেম আলী জানিয়েছেন যে সম্পূন্য মিথ্যাচার করা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে। তিনি বলেন, “তৃণমূল খুচরো এক টাকার মতো যা বাজারে আছে কিন্তু কেউ নিতে চাইছে না।” গরিব মানুষের সঙ্গে তৃণমূল প্রতারণা করেছে তৃণমূল আমফান ক্ষতিগ্রস্তদের অর্থ লুট করেছে, বাংলার মানুষ এদের থেকে মুক্তি চাইছে। একমাত্র মুক্তি দিতে পারে ভারতীয় জনতা পার্টি। দিলীপ ঘোষ ও মুকুল রায়ের নেতৃত্বে বাংলায় এক নতুন সকাল আসবে আর সেই সকালের অপেক্ষায় আছে সাধারণ মানুষ। করোনা মহামারী গ্রস্ত সাধারণ মানুষের চাল চুরি ইন্দিরা আবাস যোজনার কাটমানি মূলত তৃণমূল চাল চোর কাঠ মানি খোর দুর্নীতিগ্রস্ত সরকার।

এছাড়াও তিনি বলেন, যে মমতা ব্যানার্জি একসময় বলেছেন গাদ্দার কে দল থেকে তাড়িয়েছে সেই মুকুল রায় অভাব এখনো অনুভব করতে হচ্ছে মমতা ব্যানার্জির সরকার। আসলে তৃণমূল সরকার মিথ্যাচার করছে। পিকেকে 500 কোটি টাকা দিয়ে ভাড়া করেও কাজ হয়নি কারণ তার ভাইয়েরা গলা পর্যন্ত দুর্নীতিতে ভরা এবং মমতা ব্যানার্জি বলেছিলেন যে, হাজারটা মুকুল রায় তৈরি করব কই পেরেছেন একটা তৈরি করতে?

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর