উচ্চ শিক্ষায় রাকিয়াজের দারিদ্রতা যেনো বাধা না হয়,পাশে উদ্যোগ পরিবারের

সামিম আহমেদ, এনবিটিভি,সোনারপুর:
নাম রাকিয়াজ মোল্লা। বাবা দিনমজুর, মা সেলাইয়ের কাজ করেন। দরিদ্র পরিবারের এই সন্তানই মাধ্যমিকে তাক লাগানো রেজাল্ট করে নজর কেড়েছে সকলের। কৃষ্ণচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের এই ছাত্রের মাধ্যমিকে প্রাপ্ত নম্বর ৬৮১।বাংলায় ৯৭, ইংরেজিতে ৯২, অঙ্কে ৯৯, জীবন বিজ্ঞানে ৯৮, পদার্থ বিজ্ঞানে ৯৮ , ইতিহাসে ৯৭ ও ভূগোলে ১০০ নম্বর পেয়ে বিদ্যালয়ের মধ্যে সর্বোচ্চ স্থান অধিকার করেছে সে।রাকিয়াজ উচ্চমাধ্যমিক স্তরে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়তে চায়। তার ইচ্ছে আগামীতে ডক্টর হওয়ার। কিন্তু বাধ সেধেছে দারিদ্রতা।
দুঃস্থ অথচ মেধাবী ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় জন্য বইপত্র ও খাতা কলম দিয়ে সহযোগ করতে উদ্যোগ পরিবার সদাসর্বদা প্রস্তুত। সেই মতো রাকিয়াজের পাশে দাঁড়াচ্ছে উদ্যোগ। আপাতত তার আগামী দুই বছরের পড়াশুনোর যাবতীয় দায়িত্বভার গ্রহণ করতে চলেছে আমাদের পরিবার।আগামী ৫ই আগস্ট উদ্যোগ পরিবারের পক্ষ থেকে রাকিয়াজের হাতে তুলে দেওয়া হবে ক্লাস ১১- এর বিজ্ঞান বিভাগের সমস্ত বিষয়ের বই, খাতা, ক্যালকুলেটর ও পেন।

Latest articles

Related articles