প্রয়াত বিশিষ্ট ব্যক্তিত্ব জহুর উদ্দিনের স্মৃতিসভা উৎযাপন

এনবিটিভি, মুজির উদ্দিন,কাঁঠালতলি,আসাম,৬ আগস্ট: আসামের করিমগঞ্জ জেলার সীমান্তবর্তী কাঁঠালতলি এলাকার বাসিন্দা তথা বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী ও রাজনীতিবিদ  প্রয়াত জহুর উদ্দিনের প্রয়াণে বুধবার সীমান্তবর্তী কাঁঠালতলির মানববিকাশ বিদ্যানিকেতনে এক স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় নাগরিক এখলাছ উদ্দিনের পৌরোহিত্যে আয়োজিত সভায় প্রয়াত মাষ্টার জহুর উদ্দিনের কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে দীর্ঘ আলোচনা করেন সভায় উপস্থিত বিশিষ্টজনেরা। বিশিষ্ট আইনজীবী ড. মর্তুজা আলি খান বলেন, সমাজের উন্নতি নিয়ে চিন্তাচর্চা করার এক অনন্য ব্যক্তিত্ব ছিলেন প্রয়াত মাস্টার জহুর উদ্দিন। সমাজের পিছিয়ে পড়া মানুষের উন্নতির জন্য সর্বদা সচেষ্ট থাকতেন তিনি। যদিও তিনি সরকারি শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন। তথাপিও পিছিয়ে পড়া কাঁঠালতলি এলাকায় বহু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার পিছনে যথেষ্ট অবদান রয়েছে প্রয়াত জহুর উদ্দিনের। তাছাড়া কাঁঠালতলি রেল স্টেশন, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক,গ্রামসেবক ও হাসপাতাল স্থাপনেও তার অবদান ছিল অপরিসীম । রাজনীতি প্রেক্ষাপটেও তিনি একজন দক্ষ রাজনীতি বিদ ছিলেন।কিন্তু সব ক্ষেত্রে প্রচারবিমূখ ছিলেন তিনি। শিক্ষাবিদ জৈন উদ্দিন আহমদ বলেন প্রয়াত মাস্টার জহুর উদ্দিন একজন সহজ-সরল মনমানসিকতার ব্যক্তি ছিলেন। যে কোনও বিষয়ে তাকে ডাকা হলে কাছে পাওয়া যেতো। সামাজিকতার সঙ্গে দ্বীনি কাজেও জড়িত থাকতেন তিনি। তার প্রয়াণে এলাকায় যে ক্ষতি সাধন হয়েছে তা সহজে পুরণের নয় বলে জানান জৈন উদ্দিন আহমদ। তিনি রাজনীতিতে কংগ্রেস দলের হয়ে কাজ করতেন। এবং জেলা ও রাজ্য স্তরেও দলীয় নেতৃত্বের সঙ্গে সুপরিচিতি ছিল। পাশাপাশি তিনি ধর্মীয় ও সামাজিক সংগঠন উত্তর পূর্ব ভারত এমারতে শরয়িয়াহ ও নদওয়াতুত তামিরে একজন সদস্য।

Latest articles

Related articles