বিশিষ্ট সমাজসেবীর উদ্যোগে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

এনবিটিভি, সফিকুল আলম, মালদা,০৬ আগস্ট :‌ এ‌ বছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দিলেন রতুয়ার বিশিষ্ট সমাজসেবী শেখ ইয়াসিন।
বৃহস্পতিবার সকাল ১১ টা‌ নাগাদ রতুয়া-১ নং ব্লকের বিদ্যাসাগর ভবনে এই সংর্বধনা সভা অনুষ্ঠান হয়।

মালদা জেলার রতুয়া-১ নং ব্লকের অন্তর্গত সমস্ত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উত্তীর্ণ কৃতি ছাত্র-ছাত্রীদের হাতে ইয়াসিনবাবু তুলে দেন একটি করে সংশাপত্র, ট্রফি,ডায়েরি ও শব্দকোষ সহ নানান শিক্ষা সামগ্রী।

এদিন এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলার অতিরিক্ত জেলাশাসক বিকাশ চন্দ্র সাহা, জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল, রতুয়া-১ নং ব্লকের বিডিও সারওয়ার আলম, মালদা জেলার তৃণমূল কংগ্রেসের মাইনরিটি সেলের প্রেসিডেন্ট মোশারফ হোসেন ও হরিশ্চন্দ্র পুরের বিশিষ্ট সমাজসেবী বুলবুল খান সহ একাধিক নেতা নেতৃত্বরা।

সংবর্ধনা অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীরা ডিগ্ৰী কলেজের দাবি তুলে বলেন রতুয়া এলাকায় কোনো কলেজ নেই। ২০-২৫ কিলোমিটার দূরে ছাত্র-ছাত্রীদের পড়তে যেতে হয়। ছাত্র-ছাত্রীর অনুপাতে কলেজ সংখ্যা কম হওয়ায় মেধাবীরাও অনার্স থেকে বঞ্চিত হয়।

তৃনমূল কংগ্রেসের মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মন্ডল ডিগ্ৰী কলেজ তৈরি করে দেওয়ার আশ্বাস দেন।

Latest articles

Related articles