আগস্ট মাসের দ্বিতীয় লকডাউনে বাংলা-ঝাড়খণ্ড সীমান্ত ডুবুরডি চেক পোস্টে পুলিশের কড়া নিরাপত্তা

এনবিটিভি, নিজস্ব সংবাদদাতা: আসানসোলের বাংলা-ঝাড়খণ্ড সীমান্ত ডুবুরডি চেক পোস্টে শনিবার সকাল থেকে পুলিশের কড়া নজরদারি।
আগস্ট মাসের দ্বিতীয় দিনের
লকডাউনে বর্ডারে দেখা গেলো না বেশি পরিমাণে যানবাহন,তাছাড়া যেসব যানবাহন আসছে তাদের জিজ্ঞাসাবাদ করে সঠিক তথ্য অনুসারে পশ্চিমবঙ্গে প্রবেশ করতে দেওয়া হচ্ছে,সঠিক তথ্য না পাওয়া গেলে বর্ডার থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।
শুধুমাত্র ছাড় দেওয়া হয়েছে খাদ্য দ্রব্য সামগ্রিক বন্টন যানবাহন, কাঁচা শাকসবজি বন্টন যানবাহন,
এম্বুলেন্স,পেট্রোপনের যানবাহন, মেডিকেল পারপাসে আগত যানবাহন।
কিন্তু সাধারণ মানুষকে এই সময়ে দেখতে পাওয়া যাচ্ছে মাস্ক না পরে ঘুরতে ৷তাদের কাছে প্রশ্ন রাজ্য সরকার ও জেলা প্রশাসন বারবার সতর্ক করছে মাস্ক বাধ্যতামূলক,তাছাড়া লকডাউনের দিন অযথা বাড়ি থেকে না বার হওয়া, সামাজিক ও শারীরিক দুরত্ব বজায় রেখে চলা কিন্তু সাধারণ মানুষ এই নিয়ম কি পালন করছে,তারা বুজতে পারছে না তাদের এই অনিয়মের জন্য কত প্রাণ চলে যেতে পারে,কারন দিন দিন করোনা আক্রান্ত বৃদ্ধি পাচ্ছে।

Latest articles

Related articles