নিলামবাজার কলেজের আসে পাশে লোকজন আবর্জনা ফেলছে

এনবিটিভি ডেস্ক, নিলামবাজার: নিলামবাজার কলেজ দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির মধ্যে একমাত্র উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। হাজারের মতো ছাত্র-ছাত্রী ঐ প্রতিষ্ঠান থেকে উচ্চ শিক্ষা অর্জন করছে। আজ কয়েক মাস ধরে কলেজের উত্তর দিক হতে গুণময়ী গার্লস হাইস্কুল পর্যন্ত রাস্তার পুর্ব পাশে নিলামবাজারের যত আবর্জনা সব ফেলা হচ্ছে। সমস্ত অঞ্চল জুড়ে আবর্জনার স্তূপ থেকে যে দুর্গন্ধ ছড়াচ্ছে তার কারণে কলেজের ছাত্র ছাত্রীরা তো দূরের কথা পথচারীরাও চলাফেরা করতে অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছেন।সেই বিষয়টির আশু সমাধান করতে দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক জানাব আজিজ আহমেদ খান সাহেবের নির্দেশে দক্ষিণ করিমগঞ্জ যুব AIUDF সম্পাদক তারিক আনোয়ার, যুব নেতা আলতাফ হোসেন, মিডিয়া সেলের কনভেনার আবু লস্কর সহ অন্যান্য নেতৃবৃন্দ সার্কেল অফিসার ওয়াহিদুল ইসলামের সাথে দেখা করলে সার্কেল অফিসার সাথে সাথেই প্রতিনিধি দলকে সাথে নিয়ে জায়গাটি পরিদর্শনে যান। সরেজমিনে বিষয়টি প্রত্যক্ষ করার পর সার্কেল অফিসার প্রতিনিধি দলকে আশ্বস্ত করে বলেন যে তিনি বিষয়টির গুরুত্ব উপলব্ধি করতে পেরেছেন, এবং যত তাড়াতাড়ি সম্ভব তিনি এখানকার আবর্জনা অন্যত্র সরিয়ে নেওয়ার ব্যবস্থা করবেন।

Latest articles

Related articles