এনবিটিভি, নিজস্ব সংবাদদাতা : বরাকের ইতিহাসে আলোড়ন সৃষ্টিকারী ঘটনা ধ্রুবজ্যোতি হত্যাকান্ডের মূল আসামিকে অবিলম্বে গ্রেপ্তার করার দাবীতে ও সবকজন আসামীকে ফাঁসির দাবীতে বদরপুরে প্রতিবাদ সাব্যস্ত করলো স্থানীয় যুবকরা।
উল্লেখ্য, কাছাড় জেলায় সোনাই থানার অধীন কাজিডহর দ্বিতীয় খন্ডের বাসিন্দা দেবজ্যোতি নাথের পাঁচ মাসের শিশু পুত্র ধ্রুবজ্যোতি নাথকে অপহরণকারীরা রাতে ঘরে ঢুকে মা-বাবাকে ঘুমন্ত অবস্থায় রেখে অপহরণ করে নিয়ে যায় পরে ফোন করে দশ লক্ষ টাকা মুক্তিপণ দাবি জানিয়ে ফোন আসে৷ পরে রাত্রির দিকে একটি সেতুর নিচে মাটিতে পুঁতে ফেলা পাঁচ মাসের শিশু ধ্রুবজ্যোতের মৃতদেহ উদ্ধার করে পুলিশ ।