মানিক ফকিরের হাত ধরে দামাল বাংলায় যুক্ত হচ্ছেন আদিবাসীরা

এনবিটিভি: আদিবাসী সমাজ একে একে যুক্ত হচ্ছে দামাল এর সঙ্গে। দলিত-মুসলিম-আদিবাসিদের একতার প্রতিক বিখ্যাত সাহিত্যিক, সাংবাদিক ও লেখক মানিক ফকিরের হাত ধরে যুক্ত হচ্ছেন দামাল বাংলায়।

গোটা দেশে যখন বিজেপি ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে মানুষ কে বিভাজন করার চেষ্টা করে চলেছে। তখন বাংলায় সততার প্রতিক হয়ে মানুষের মাঝে ঐক্যবদ্ধতা গড়তে আমরণ সংগ্রাম চালিয়ে যাচ্ছেন লেখক মানিক ফকির।লকডাউনের মধ্যেই মানুষের মধ্যে একতা গড়তে তিনি “দামাল” নামে একটি গণসংগঠন গড়ে তোলেন। যেখাতে মাত্র তিন মাসে দলিত-মুসলিম-আদিবাসি অনেক নেতাদের এক জায়গায় করেছেন।

আদিবাসী বিকাশ পরিষদের অন্যতম নেতা শুনিল কুমার মান্ডি, দামাল বাংলার অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও আদিবাসী সমন্নয় মঞ্চের অন্যতম নেতা মিলন মান্ডি,ও ঝাড়খণ্ড মুক্তি মোর্চার দায়িত্ব প্রাপ্ত অন্যতম নেতা, সাওতালি কবি গৌর চন্দ্র হিম্রম।সহ বহু আদিবাসী দামাল বাংলার সাথে যুক্ত হয়েছেন।

মুলত NRC এর ভয়াবহতা মানুষের সামনে বার বার তুলে ধরেছেন মানিক বাবু। তার বক্তব্যের অনেকে সমালোচনা করলেও অনেকে তার সত্যতা বুঝতে পেরে দামালের সঙ্গে হাতে হাত মিলিয়ে ঝাঁপিয়ে পড়েছেন।

দামাল বাংলার ফেসবুক পেজ ও গ্রুপে যোগদান করার সবাইকে আহ্বান করেছেন মানিক ফকির
নিচে লিংক দেওয়া হল–

Group Link- https://www.facebook.com/groups/383203838995515/?ref=share

Page link-.
https://www.facebook.com/109113424183516/posts/133608185067373/

Latest articles

Related articles