এনবিটিভি, নিজস্ব সংবাদদাতা: নির্যাতিতা মহিলার পাশে দাঁড়ালেন মালতিপুর বিধানসভার বিশিষ্ট সমাজসেবী ইমদাদুল হক। সূত্রের খবর স্বাধীনতার রাতে মালদহ জেলার মালতিপুর বিধানসভার চন্দ্রপাড়া জিপি এলাকার এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠে দুই প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে দুই যুবককে গ্রেফতার করে চাঁচল থানার পুলিশ।
খবর পেয়ে মঙ্গলবার মালতিপুর বিধানসভার বিশিষ্ট সমাজসেবী ইমদাদুল হক নির্যাতিতা গৃহবধূর বাড়িতে যান এবং সব রকমের সাহায্যের আশ্বাস দেন । এদিন নির্যাতিতার পরিবারটির হাতে তিনি কিছু আর্থিক সাহায্য তুলে দিয়ে বলেন, তাদের সাথে তিনি আছেন এবং থাকবেন এবং তাদের ন্যায় বিচারের জন্য আবেদন করেন।
এদিকে পরিবার ও এলাকাবাসীর তরফ থেকে ধৃতদের কঠর শাস্তির দাবি করেছে।
ধর্ষিতার আইনী লড়াইএর জন্যে পাশে দাঁড়ালেল মালদহের মালতিপুর বিধানসভার বিশিষ্ট সমাজসেবী ইমদাদুল হক
Related articles