এনবিটিভি, নিজস্ব সংবাদদাতা: আজ AIUDF বিধায়ক আজিজ আহমেদ খান সাহেবের হাত ধরে বহু প্রতীক্ষিত নিলামবাজার পনা বাজারের শুভ উদ্বোধন করা হয়। উল্লেখ্য যে, বরাকের মধ্যে নিলামবাজার হল মাছ বা পনার সর্ববৃহৎ বাজার। কিন্তু মাছ বা পনা বিক্রির জন্য উন্নতমানের কোনো মার্কেট শেড বা ব্যবসায়ী সমিতির স্থায়ী কোনো অফিস গৃহ ছিলনা। বিধায়ক আজিজ আহমেদ খান সাহেব নির্বাচিত হওয়ার পর বিভাগীয় কর্তৃপক্ষের নজরে আনেন বিষয়টি। বিধায়কের প্রচেষ্টায় অবশেষে বিভাগীয় কর্তৃপক্ষ বিষয়টি সরেজমিনে তদন্ত করে বরাকের এই সর্ববৃহৎ মাছ বাজারের উন্নয়নকল্পে মীন বিভাগ থেকে মোটা অঙ্কের টাকা মঞ্জুরী দেয়। মাত্র কয়েক মাসেই কাজ সমাপ্ত করে আজ বাজারের শুভ উদ্বোধন করা হল। উপস্থিত ছিলেন বিধায়ক আজিজ আহমেদ খান সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও বিভাগীয় কর্মকর্তাবৃন্দ।
Related articles