এনবিটিভি, নিজস্ব সংবাদদাতা: শুক্রবার রাতে কেন্দ্রীয় আইন মন্ত্রকের তরফে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ভারতীয় সংবিধানের ৩২৪ ধারার ২ উপধারা অনুসারে অবসরপ্রাপ্ত আইএএস অফিসার রাজীব কুমারকে নির্বাচন কমিশনার পদে নিয়োগ করেছেন রাষ্ট্রপতি। বর্তমান নির্বাচন কমিশনার অশোক লাভাসা ইস্তফা দিয়েছেন। ৩১ অগস্ট তাঁর ইস্তফাপত্র কার্যকর হবে। তাঁর স্থানে ওই দিন রাজীব কুমার কার্যভার গ্রহণ করবেন।’