সংক্রমণ রুখতে করা হল জীবাণু নাশক স্প্রে , চলবে প্রতি সপ্তাহ : মন্তেস্বর থানা

এনবিটিভি ডেস্ক, জ্যোতির্ময় মন্ডল:
করোনা পরিস্থিতিতে দিন দিন বাড়ছে সংক্রমণ। সংক্রমণের ছোঁয়া এসে পড়েছে কালনা মহকুমা মন্তেস্বর ব্লকে ৷ প্রায় ৪০ থেকে ৫০ জন করোনা পজিটিভ আক্রান্ত হয়েছিল। এক জনের মৃত্যু ঘটলেও বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এই
লক ডাউন পরিস্থিতিতেও নানান সমস্যা নিয়ে প্রায় প্রতিদিনই পরিযায়ী শ্রমিকসহ সাধারণ মানুষের আনাগোনা রযেছে থানায়। তাই আজ সংক্রমণ রুখতে, মন্তেস্বর থানার আধিকারিক সৈকত মন্ডল এর উদ্যোগে মন্তেস্বর থানা চত্বর ও আশপাশের এলাকা গুলিতে জীবাণুনাশক স্প্রে করা হলো।

থানা সূত্রে জানানো হয়েছে প্রতি সপ্তাহে নিয়ম করে এই কর্মসূচি চলবে। থানার এই উদ্যোগে মন্তেস্বর থানায় কাজে আসা সাধারণ মানুষেরা খুব খুশি।

Latest articles

Related articles