৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার অধিবেশন। পিটিআই বুধবার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে উদ্ধৃত করে জানিয়েছে, ৭ সেপ্টেম্বর বিধানসভার কার্যসূচি ঠিক করতে সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে। সেই বৈঠকেই ঠিক হবে, অধিবেশন চলবে কতদিন। কী কী আলোচিত হবে তাও ঠিক হবে। তিনি জানিয়েছেন করোনার বিধিনিষেধ কঠোরভাবে মেনেই সভা চলানো হবে।
চলতি সপ্তাহের গোড়ায় রাজ্য সরকার স্পিকারের কাছে অধিবেশন ডাকার প্রস্তাব পাঠায়। তারা চেয়েছে, সেপ্টেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে অধিবেশন হোক। নিয়ম অনুযায়ী বিধানসভার দুটি অধিবেশনের মধ্যে ৬ মাসের বেশি ফারাক থাকার কথা নয়। বিধানসভা মার্চে মুলতুবি হয়েছিল। সেই হিসেবে সেপ্টেম্বরেই অধিবেশন জাকতে হবে। এই অধিবেশন হবে সংক্ষিপ্ত।