এনডিটিভি ডেস্ক, মোজাফ্ফার আহমেদ:
লোকডাউনের মধ্যেই জুনের প্রথমেই পেট্রোল ডিজেলের দাম বাড়ানো হয়। শুধু তাই নয় প্রেট্রোলের মূল্যবৃদ্ধির জন্য বাকি নিত্যপ্রয়োজনীয় সব আসবাবের মূল্যবৃদ্ধি হয়েছে। আবার গত বৃহস্পতিবার থেকে টানা ৬বার পেট্রোল-ডিজেলের দাম বাড়ানো হয়।
অতিমারীর এই আবহে যখন গোটা দেশ ধুঁকছে তখন কেন্দ্রের এই মূল্যবৃদ্ধি সাধারন মানুষের জীবনযাত্রায় ব্যাঘাত ঘটাচ্ছে বারবার। এবার ট্যুইট করে খোঁচা দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, “মেহেঙ্গা পেট্রোল ঔর বাড়তে দাম,জনতা কে লুটে সরকার খুলে আম।”