এনবিটিভি ডেস্ক: করােনার ভয়াবহ রূপ ধারণ করার ফলে বরাকের তিন জেলায় আজ থেকে লক ডাউনের ঘােষণা করেছে৷ বৃহস্পতিবার তৃতীয় পর্যায় লক ডাউনের প্রথম দিনে করিমগঞ্জ জেলায় স্তব্ধ হয়ে পড়ে জন জীবন । সর্বত্র সক্রিয় ছিল করিমগঞ্জের নিত্য জেলা প্রশাসন। প্রশাসন প্রয়ােজনীয় সামগ্রীর দোকানও ফার্মেসী ছাড়া সব দোকান পাট ছিল বন্ধ । গ্রাম শহরের প্রতিটি বাজার ছিল শুন শান । রাস্তা ঘাটে ছিল না কোন সাধারণ গাড়ী চলাচল। ফলে সরকারি কর্মচারীদের কর্তব্য স্থলে যেতে হিমশিম খেতে হয়েছে ৷