এনবিটিভি ডেস্ক, জ্যোতির্ময় মন্ডল, পূর্ব বর্ধমান : পূর্ব বর্ধমান জেলার মন্তেস্বর ব্লকে পুট শুড়ি অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের নামে একটি জন সভা অনুষ্ঠিত হয় পুট শুরী অঞ্চলের গিরিনগর প্রাথমিক বিদ্যালয়ে। সভায় যুব সমাজের ভিড় ছিল দেখার মতো এবং সভাটি চলতে চলতে জনসভায় পরিণত হয়। এই সভার আয়োজক শেখ নাসিরউদ্দিন ৷
পুটশুরি অঞ্চলের প্রধান মোস্তাক আহমেদ শেখ জানান মন্তেস্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ও পূর্ব বর্ধমান জেলার নব নির্বাচিত তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি রাসবিহারী হালদারের নির্দেশে এই সভা ডাকা হয়েছে। তৃণমূল যুব কংগ্রেসের সদস্য সংগ্রহ ও সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা ।কিন্তু সভায় ছাত্র যুবকদের ভিড় দেখে সভাকে প্রকাশ্য জন সভা করতে বাধ্য হয়। এই সভায় উপস্থিত ছিলেন মন্তেস্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের নেতা রাকিবুল হক শাহ, ইসারুল মণ্ডল , বিনু মল্লিক, ইব্রাহিম শেখ সহ আরও অনেক, যুবনেতা।
এই সভায় তৃণমূল কংগ্রেসের ও তৃণমূল যুব কংগ্রেসের সাংগঠনিক বিষয় ও 2021 সালের বিধান সভায় লোক সভার চেয়ে আরও বেশি ভোটে মন্তেস্বর বিধান সভা যাতে জেতে সেই সব নিয়ে বক্তব্য রাখেন বিভিন্ন বক্তা ।সভা পরিচালনা করেন পুটশুরি অঞ্চল প্রধান মোস্তাক আহমেদ ৷