আত্মনির্ভর হওয়ার লক্ষ্যে দেশে পুতুল তৈরির ওপর জোর দিতে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার মন কি বাতে তিনি বলেন, দুনিয়ায় পুতুল তৈরির ভারতের অংশ খুবই কম। এদেশ কেন পুতুল তৈরির কেন্দ্র হয়ে উঠবে না, তাঁর প্রশ্ন।
এমনকী, রবীন্দ্রনাথও পুতুলের গুরুত্বের কথা বলেছিলেন। দেশে স্থানীয় স্তরে পুতুল তৈরির ঐতিহ্য রয়েছে। রয়েছেন বহু দক্ষ শ্রমিক। কর্নাটকের চান্নাপাটনা, তামিলনাডুর তাঞ্জাভুর, অসমের ধুবুড়ি, বারাণসীতে এমন পুতুল তৈরির কেন্দ্র রয়েছে।
এখন যে ক্মপিউটার খেলে বাচ্চারা তা পশ্চিম প্রভাবিত। আমাদের ভারতকেন্দ্রিক পুতুল তৈরি করতে হবে। শুরু করত হবে টিম আপ ফর টয়েস। তিনি সেপ্টেম্বর মাসকে পুষ্টির মাস হিসেবে পালন করতে হচ্ছে। স্কুলে নিউট্রিশন মনিটর চালু করতে হবে।