রাজারহাটে সম্প্রীতির বার্তা দিয়ে মহরমের তাজিয়ায় ফুল চড়ালেন ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200830-WA0030

মহঃ আসিফ আহমেদ:

করোনা আবহে জমায়েত এড়িয়ে রাজারহাট নারায়নপুরের বিভিন্ন প্রান্তে ছোট করে পালিত হল মহরম। অন্যান্য বছরে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা সুসজ্জিত তাজিয়া নিয়ে মহরমের শোভাযাত্রা পালন করেন। শোভাযাত্রা নিয়ে প্রদক্ষিণ করা হয় বিভিন্ন জায়গা। জনসমাগম হয় প্রচুর মানুষের। কিন্তু এ বছর তা আর হয়নি। দেশের মহামান্য আদালতের রায়কে স্বাগত জানিয়ে রবিবার সামাজিক দূরত্বের মাধ্যমে সুষ্ঠভাবে রাজারহাট জুড়ে পালিত হল মহরম।

রাজারহাট এলাকার দক্ষিণ নারায়নপুর ও নারায়ণপুর মেঠোপাড়ায় ঢালের উদ্বোধন করেন বিধাননগর পৌরনিগমের ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়। সেখানে তিনি ফুল চড়িয়ে প্রার্থনাও করেন। ডেপুটি মেয়র বলেন, ‘প্রতি বছর আমি মহরম উৎসবে সামিল হই। এলাকায় শান্তি-শৃঙ্খলার মধ্য দিয়েই পালিত হয় প্রতি বছরের মহরম। কিন্তু এ বছর করোনাকালের মধ্য দিয়েই পালিত হচ্ছে এই উৎসব। তাই পুলিস প্রশাসনের সহযোগিতা নিয়ে সমস্ত নিয়মনীতি মেনেই পালন করছেন কমিটি উদ্যোক্তারা। যদিও এরকম সম্প্রীতির উৎসবে প্রতি বছর থাকতে পেরে আমি গর্বিত বোধ করছি। এই উৎসবে রাজারহাটে সব ধর্মের মানুষ সামিল হন। তারই মধ্য দিয়ে একটা সম্প্রীতির বাতাবরণ সৃষ্টি হয়।’

তিনি আরও বলেন, ‘অন্যান্য বছরজুড়ে সেরা তাজিয়া ও সচেতনতার জন্য পুরষ্কৃত করা হত বিভিন্ন মহরম কমিটিকে। কিন্তু এ বছর করোনার জন্য তা আর সম্ভব হচ্ছেনা।’

যদিও, রবিবার সকাল থেকেই রাজারহাট নারায়নপুর জুড়ে ছিল পুলিসি নজরদারি। নারায়নপুর থানার পক্ষ থেকে বিভিন্ন জায়গায় বসানো হয় পুলিস ক্যাম্পও।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর