এনবিটিভি ডেস্ক, মালদা: বেহাল রাস্তার সংস্কারের দাবিতে শনিবার বিকেলে তৃণমূল ছাত্র পরিষদ ও তৃণমূল যুব কংগ্রেসের যৌথ উদ্যোগে জেলাশাসকের কাছে স্মারকপত্র জমা দিলেন সদস্যরা। কালিয়াচক থেকে মোথাবাড়ি যাওয়ার প্রায় ৭ কিলোমিটার রাস্তার অবস্থা বেহাল। খানাখন্দে ভরে গেছে। কোথাও কোথাও বড় বড় গর্ত হয়ে রয়েছে। মাঝেমধ্যেই দুর্ঘটনার কথা শোনা যায়। গর্ভবতীদের হাসপাতালে নিয়ে যেতে সমস্যায় পড়তে হয়। দীর্ঘদিন ধরে দাবি জানিয়েও কোনও ফল হচ্ছিল না। তাই এদিন কালিয়াচক ১ ও ২নং ব্লক তৃণমূলের ছাত্র ও যুব মিলে এদিন স্মারক লিপি দেয়। যাতে অবিলম্বে বেহাল রাস্তার মেরামতির কাজ শুরু হয়। ২ দিনের মধ্যে রাস্তার সংস্কার না হলে বড়সড় আন্দোলনে নামার কথা জানিয়েছেন সদস্যরা। জেলাশাসক রাজর্ষি মিত্র তাঁদের সব কথা শুনে রাস্তা সংস্কারের আশ্বাস দিয়েছেন।
Related articles