রাজ্য জুড়ে সপ্তাহান্তিক লকডাউন এবং রাত্রিকালীন কার্ফু তুলে নেওয়া হল, আজ থেকে ছন্দে ফিরলো বরাক উপত্যকা

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200905-WA0177

এনবিটিভি ডেস্ক: রাজ্যজুড়ে চলে আসা সপ্তাহান্তিক লকডাউন তুলে নেওয়া হলো আজ থেকে। বরাক বুলেটিনের সাথে কথা বলতে গিয়ে এই ব্যাপারটা সুনিশ্চিত করেছেন রাজ্যের চিফ সেক্রেটারি কুমার সঞ্জয় কৃষ্ণ। তিনি বরাক বুলেটিনকে আরো জানান মূলত কেন্দ্রীয় সরকারের গাইডলাইন মেনে এই সপ্তাহান্তিক লকডাউন এবং রাত্রিকালীন কার্ফু তুলে নেওয়া হচ্ছে এবং এর ফলে আজ থেকে বরাক উপত্যকায় ‘বিধি-নিষেধ’ উঠে যাচ্ছে। তবে কোভিড প্রটোকল সম্পূর্ণভাবে মেনে চলতে হবে, সামাজিক দূরত্ব ও বজায় রাখতে হবে৷

কেন্দ্রীয় সরকারের জারি করা ২৯ আগস্ট এর আনলক ৪ গাইডলাইন অনুযায়ী রাজ্য সরকারের তরফ থেকেও রাজ্যের মুখ্য সচিব গাইডলাইন জারি করেছেন। উল্লেখ্য বিগত ২৭ আগস্ট থেকে নয় দিনের জন্য অর্থাৎ ৪ সেপ্টেম্বর পর্যন্ত বরাক উপত্যকার তিন জেলায় সম্পূর্ণরূপে লকডাউন ঘোষনা করা হয়েছিল সাথে রাজ্যজুড়ে সাপ্তাহিক লকডাউন শনি ও রবিবার নিয়ে একটি ধোঁয়াশার সৃষ্টি হয়েছিল।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর