সড়কের পুনর্নির্মাণের দাবীতে ধর্না ব্লক কংগ্রেসের

এনবিটিভি ডেস্ক: বর্তমান সরকার সমস্ত দেশকে ডিজিটাল ইন্ডিয়া হিসেবে পরিনত করতে চেয়েছেন সেই সময় বদরপুরের দক্ষিণাঞ্চালের রাস্তার অবস্থা বেহাল দশা। মখইভাঙ্গা থেকে ভৈরবনগর, বদরপুরঘাট থেকে আদরকোনা, দত্তপুর থেকে নিরালা,এংলাবাজার থেকে দত্তপুর অংশের পূর্ত সড়কগুলির বেহাল অবস্থার পুনর্নির্মাণের দাবীতে রাজ্য সরকারের প্রতি আবেদন জানিয়ে ভারতীয় জাতীয় কংগ্রেস দলের বদরপুর ব্লক কংগ্রেসের উদ্যোগে আজ দু-ঘন্টা ধর্না কার্যসূচি পালন করা হয়েছে। ধর্না কর্মসূচিতে উপস্থিত ছিলেন বদরপুর ব্লক কংগ্রেস সভাপতি আসুক উদ্দিন, বদরপুর ব্লক কংগ্রেস সাধারণ সম্পাদক ছফরুল ইসলাম, এংলাবাজার মন্ডল সভাপতি তথা এংলাবাজার জিপি সভাপতি মুজিবুর রহমান লস্কর তথা ভারতীয় জাতীয় কংগ্রেসের বিভিন্ন শাখার সদস্য তথা কংগ্রেস প্রেমি জনসাধারন।

Latest articles

Related articles