এনবিটিভি ডেস্ক: প্রদেশ কংগ্রেস অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে লালগোলা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে লালগোলা ব্লক কংগ্রেসের অফিস থেকে লালগোলা বি ডি ও অফিস পর্যন্ত মিছিল করে প্রতিনিধি ডেপুটেশন দেওয়া হল লালগোলা ব্লাক অফিসে৷ জানা যায় এদিন কয়েক দফা দাবি নিয়ে এই ডেপুটেশন দেওয়া হয়। মুর্শিদাবাদ জেলা সাধারন সম্পাদক সুজাউদ্দিন বলেন জেলার তথা রাজ্যের মানুষ আজ কঠিন পরিস্থিতির মধ্যে করোনা মোকাবিলায় ও লকডাউনের জেরে বিপর্যস্ত, তাই আমরা সেই সমস্ত সাধারন মানুষের কথা মাথায় রেখে জেলার সাথে সাথে লালগোলা ব্লকে আম্ফানের টাকা এবং ইন্দিরা আবাসনের টাকার কাঠ মানি ডেপুটেশন দিলাম কয়েক দফা দাবি নিয়ে। যার মধ্যে আমাদের মূল দাবি লকডাউনে পরিযায়ী শ্রমিকেরা কর্মহীন হয়ে পড়ে তাই আমাদের দাবি পরিযায়ী শ্রমিকদের
গরিব কল্যাণ যোজনা মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে৷ তাই ব্লকের মাননীয়ার কাছে আমাদের এই দাবি নিয়ে ডেপুটেশন দেয়া হলো৷