কেন্দ্র ডাল পাঠাচ্ছেনা বাংলায়! তোপ দাগলেন জ্যোতিপ্রিয় মল্লিক

এনবিটিভি ডেস্কঃ রেশনে কেদ্রের ডাল পাওয়া যাচ্ছেনা! কেন্দ্র মুসুর ডাল পাঠাচ্ছে না। ফলে রেশনে মুসুর ডাল দেওয়া যাচ্ছে না। অন্য রাজ্যকে পরিমাণমতো পাঠানো হলেও, পশ্চিমবঙ্গে নামমাত্র মুসুর ডাল পাঠিয়েছে কেন্দ্র। মুসুর ডাল বণ্টনের ক্ষেত্রে বৈষম্য করছে কেন্দ্র। এই অভিযোগে ক্ষোভ জানালেন রাজ্যের রেশন ডিলাররা।

প্রসঙ্গত, লকডাউনের শুরুতে কেন্দ্র ঘোষণা করে রাষ্ট্র খাদ্য সুরক্ষা আইন অনুযায়ী এপ্রিল মাস থেকেই সব রেশন দোকানে বিনামূল্যে মুসুর ডাল মিলবে। কার্ড পিছু প্রত্যেককে ১ কেজি করে মুসুর ডাল দেওয়ার কথা ঘোষণা করে কেন্দ্র। সেক্ষেত্রে রাজ্যের প্রয়োজন ১৪,৫৩০মেট্রিক টন ডাল। অভিযোগ, সেখানে রাজ্য পেয়েছে মাত্র ১৮০০ মেট্রিক টন মুসুর ডাল। ফলে কেন্দ্রের ডাল রেশনে মিলছে না। 

এই প্রসঙ্গে কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করে তোপ দেগেছেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকও। খাদ্যমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি পূরণে ব‍্যর্থ। এইসময় মুখ‍্যমন্ত্রীর পাশে দাঁড়ানো উচিত ছিল। তা না করে বিজেপি-বাম রাজনীতি করছে। নোংরা রাজনীতি করছে।” অভিযোগ করেন, “রাজ‍্যের মুসুর ডালের মাসিক চাহিদা ১৪,৪৫০ মেট্রিক টন। সেখানে ন‍্যাফেড এনেছে ৪,২২৯ মেট্রিক টন।”

Latest articles

Related articles