বাংলাদেশে চলমান শিক্ষা ব্যবস্থার আমুল পরিবর্তন

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

Screenshot_20200603_224542

এস এম ফাহাদ হোসাইন,স্টাফ রিপোর্টার, এনবিটিভি: দীর্ঘ দিন ধরে চলে আসা শিক্ষাব্যবস্থাকে পরিবর্তন করে নতুন এক শিক্ষাপদ্ধতি প্রণয়ন করতে যাচ্ছে বাংলাদেশ সরকার।
ঘোষণা মোতাবেক ২০২১ সাল থেকে শুরু হয়ে ২০২৫ সালের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষাব্যবস্থার নতুন এই নিয়ম।।

নতুন এই শিক্ষাব্যবস্থায় থাকছে না ১ম থেকে ৩য় শ্রেণি পর্যন্ত কোনো পরীক্ষা!
তবে শিক্ষার্থীদের মূল্যায়ন হবে স্কুল পারফর্মেন্স ও বুদ্ধিবৃত্তিক অনুযায়ী।

মাধ্যমিক পর্যায়ে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত পাঠ্য সিলেবাস হিসেবে বই হবে ১০টি। বইগুলো বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ধর্ম, জীবন ও জীবিকা, স্বাস্থ্য শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি।
এসএসসি পরীক্ষা হবে শুধু ১০ম শ্রেণির পাঠ্যসূচি অনুযায়ী। বাদ যাবে নবম-দশম দুই ইয়ারের সিলেবাস ব্যবস্থা।

তবে,HSC পরীক্ষা হবে দুইবার! ফার্স্ট ইয়ারের পর একবার! সেকেন্ড ইয়ারের পর একবার! যেটা এতদিন একবারই হতো।এইচএসসিতে হবে দুইটি পাবলিক পরীক্ষা। একাদশে ছয়টি পার্ট, দ্বাদশের শেষে বারোটি পার্ট।

এক্ষেত্রে একাদশ শ্রেণিতে বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শাখা বিভক্ত হওয়ার সুযোগ থাকবে।
একাদশ-দ্বাদশ শ্রেণির বইগুলো হবে তিনপত্রের। প্রথম,দ্বিতীয় ও তৃতীয় পত্র।

আধুনিকবিশ্বের সাথে পাল্লা দিয়ে সময়ের চাহিদায় উপযুক্ত ও সহজ শিক্ষা ব্যবস্থা প্রণয়নের মাধ্যমে নতুন প্রজন্মকে গড়ে তুলতেই এই কার্যক্রম হাতে নিয়েছে সরকার ।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর