আদিবাসী পাড়ায় গিয়ে পড়ুয়াদের পাশে শিক্ষক

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200825-WA0063

এনবিটিভি ডেস্ক: করোনা পরিস্থিতিতে সরকার সমস্ত স্কুল কলেজ বন্ধ করার নির্দেশ দেওয়াতে গ্রামের স্কুলের পড়ুয়ারা পড়েছে সমস্যায়, তাদের আর্থিক সংগতি না থাকার কারনে আধুনিক প্রযুক্তির শিক্ষা ব্যাবস্থার সম্বন্ধে উদাসীন। জামুড়ীয়া থানার শিল্পা মাজি আদিবাসী স্কুলের শিক্ষক দীপ নারায়ন নায়েক নিজ উদ্যোগে আদিবাসীপাড়ায় গিয়ে তাদের সামাজিক দূরত্ব বজায় রেখে পড়াবার গুরুভার তুলে নেন। শিক্ষক দীপনারায়ণ নায়েক জানান তিনি আদিবাসী স্কুলের শিক্ষক, স্কুলের পড়ুয়াদের প্রত্যেক সপ্তাহে সরকারি চাল ডাল দিতে এসে দেখেন স্কুলের পড়ুয়ারা পড়া ছেড়ে মাঠে গরু ছাগল চড়াচ্ছে। বর্তমানে সরকার অনলাইন পাঠক্রম চালু করেছেন কিন্তু এখানকার আদিবাসীদের আর্থিক সংগতি না থাকার কারনে তারা ক্রমশঃ পড়া থেকে পিছিয়ে পড়ছে। তিনি নিজ উদ্দোগে বিভিন্ন আদিবাসী পাড়ায় গিয়ে স্কুলের পড়ুয়াদের রাস্তা, গাছের তলায় পড়াবার পাশাপাশি তাদের যোগাশন, প্রোটিন খাবার এবং করোনা ভাইরাস সম্বন্ধে তাদের জ্ঞান বাড়িয়ে দেবার প্রচেষ্টা করছেন।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর