রানীগঞ্জে আদিবাসীদের জায়গা দখলকে কেন্দ্র করে রণক্ষেত্র , ভাঙচুর

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

WhatsApp Image 2021-08-22 at 5.35.37 PM

আসানসোল: রানীগঞ্জ থানার অন্তর্গত রানিসায়ের জোড়া মন্দিরের পাশে আদিবাসীর জায়গা দখলকে ঘিরে রণক্ষেত্র। চলে ব্যাপক ভাঙচুর। লাঠিসোটা নিয়ে বেধড়ক মারধর করা হল জমি মাফিয়দের। তীর ধনুক , লাঠিসোটা নিয়ে বিক্ষোভ দেখান  আদিবাসী মহিলা ও পুরুষরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রানীগঞ্জ থানার বিশাল পুলিশবাহিনী ।

গত কয়েকদিন ধরে দু’নম্বর জাতীয় সড়কের পাশে আদিবাসীদের জায়গা দখল করেছিল জমি মাফিয়া বলে অভিযোগ আদিবাসীদের। এরপরে আজ বিক্ষোভ আন্দোলনে নামে আদিবাসীরা। জমির মালিকরা ঘটনাস্থলে পৌঁছালে আদিবাসী মহিলা লাঠিসোটা, বাঁশ, তীর ধনুক নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। জমি মাফিয়াদের অস্থায়ী ঘর ব্যাপক ভাঙচুর চালায় তাঁরা। বেধড়ক মারধর করা হয় জমি মাফিয়াদের।

আদিবাসী মহিলারা জানান ” গত কয়েকদিন ধরে রাতের অন্ধকারে তাদের গ্রামের পাশে জলাশয় ভরাট করছিল জমি মাফিয়ারা। প্রতিবাদ করতে গেলে জমি মাফিয়ার হুমকি দিচ্ছিল। পুলিশ প্রশাসনকে জানিয়েও কোনও কাজ হয়নি। জানানো হয়েছে বিডিওকেও।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর