উত্তরপ্রদেশে নব-নির্বাচিত ৫১ শতাংশ বিধায়ক ফৌজদারি মামলায় জড়িত: এডিআর রিপোর্ট

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

উত্তরপ্রদেশে জয়ের পর বিজেপি নেতৃত্ব।
উত্তরপ্রদেশে জয়ের পর বিজেপি নেতৃত্ব।

এনবিটিভি ডেস্ক: উত্তরপ্রদেশে বিধানসভায় প্রায় ৫১ শতাংশ নতুন নির্বাচিত বিধায়ক ফৌজদারি মামলায় জড়িত। উত্তরপ্রদেশের ৪০৩ জন নবনির্বাচিত বিধায়কের মধ্যে ২০৫ জন (প্রায় ৫১ শতাংশ) বিধায়ক নিজেদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। এর মধ্যে ১৪৩ জন (৩৬ শতাংশ) বিধায়ক তাদের হলফনামায় ঘোষণা দিয়েছেন। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (ADR) দ্বারা প্রকাশিত একটি বিশ্লেষণ প্রতিবেদন অনুসারে, ১৫৮ (৩৯ শতাংশ) বিজয়ী প্রার্থী হত্যা, খুনের চেষ্টা, অপহরণ, নারীর বিরুদ্ধে অপরাধ ইত্যাদি সম্পর্কিত মামলা সহ গুরুতর ফৌজদারি মামলা রয়েছে।

পাঁচজন বিজয়ী প্রার্থী রয়েছেন যারা নিজেদের বিরুদ্ধে হত্যা সংক্রান্ত মামলা (আইপিসি ধারা-৩০২) হলফনামায় ঘোষণা করেছেন। খুনের চেষ্টা সংক্রান্ত মামলায় বিজয়ী প্রার্থী ২৯ জন এবং ৬ বিজয়ী প্রার্থী নারীদের বিরুদ্ধে অপরাধ সংক্রান্ত মামলা ঘোষণা করেছেন – যার মধ্যে একজনের বিরুদ্ধে ধর্ষণের মামলা রয়েছে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর