দিলীপ, রাহুলের পর এবার সায়ন্তনের ভোট প্রচারের ওপর নিষেধাজ্ঞা

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG_20210419_101643

নিউজ ডেস্ক : বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, রাহুল সিনহার পর এবার বিজেপি নেতা সায়ন্তন বসুর ভোট প্রচারে ২৪ ঘণ্টা নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে আজ সন্ধ্যা ৭ টা থেকে আগামীকাল সন্ধ্যা ৭ টা পর্যন্ত ভোট প্রচারে অংশ নিতে পারবেন না তিনি। শীতলকুচির ঘটনা নিয়ে বিতর্কিত মন্তব্য করার জন্য তার ওপর এই নিষেধাজ্ঞা বলে কমিশন সূত্রে জানানো হয়েছে।

 

উল্লেখ্য শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ৪ জন তৃণমূল কর্মী মারা যাওয়ার পর সায়ন্তন বসু সেই ঘটনা নিয়ে আপত্তিজনক মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, বেশি খেলতে যেও না, নাহলে শীতলকুচি খেলা খেলে দেব। তার এই মন্তব্যের পর তাকে শোকজ নোটিশ পাঠায় নির্বাচন কমিশন। সায়ন্তন বসু তার যে জবাব দিয়েছেন তা সন্তোষজনক নয় বলেই তার ওপর নিষেধাজ্ঞা জারি করল কমিশন। উল্লেখ্য বর্তমানে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল করোনা প্রাদুর্ভাবের কথা মাথায় রেখে তাদের নির্বাচনী প্রচারাভিযান স্বল্প পরিসরে চলনা করলেও বিজেপি বেশ জোর কদমে ষষ্ঠ পর্যায়ের ভোট গ্রহণের আগে তাদের নির্বাচনী প্রচার অভিযান চালিয়ে যাচ্ছে। এর আগে একই ঘটনা নিয়ে বিতর্কিত মন্তব্য করার জন্য দিলীপ ঘোষ এবং রাহুল সিনহার ওপরেও ২৪ ঘন্টা নিষেধাজ্ঞা জারি করেছিল নির্বাচন কমিশন।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর