ফের নারদ মামলায় বিজেপি নেতা মুকুলের বিরুদ্ধে সক্রিয় ইডি

নারদ মামলায় এবার বিজেপি নেতা মুকুল রায়ের বিরুদ্ধে সক্রিয় হয়ে উঠল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি)। বিজেপি নেতাকে ইডি সাতদিনের মধ্যে তাঁকে একাধিক নথি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

ইডি সূত্রে খবর, আগামী সাতদিনের মধ্যে মুকুল রায়কে তাঁর ব্যাংক স্টেটমেন্ট-সহ বিভিন্ন নথি জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

একদিকে যখন মুকুল রায়ের নামে তৃণমূলে ফেরার গুঞ্জন শুরু হয়েছে, ঠিক সেই সময়েই মুকুল রায়ের বিরুদ্ধে এই নোটিশ তাৎপর্য পূর্ন বলে মনে করছে ওয়াকিবহাল মহল।যদিও মুকুল রায় তৃণমূলে ফেরার গুঞ্জনে জল ঢেলেছেন।

উল্লেখ্য, ২০১৬ সালে নারদ স্টিং অপারেশন প্রকাশ্যে আসতেই আলোড়ন তৈরি হয় রাজ্য রাজনীতিতে। সেই ভিডিয়ো প্রকাশের পরপরই কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলাও দায়ের হয়। সেই সূত্রে তৃণমূল তাবড় নেতাদের একাধিক বার ইডির জেরার মুখোমুখি হতে হয়। এর মধ্যে সাংসদ সুলতান আহমেদের মৃত্যু হয়।

Latest articles

Related articles