বঙ্গের মসনদে কে? সব এক্সিট পোল এক জায়গায়

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

images-2-1

নিউজ ডেস্ক : বঙ্গের মসনদ কোন রং এ সাজতে চলেছে? বঙ্গ বিধানসভা নির্বাচনে শেষ হাসি হাসবে কোন দল? মমতা ব্যানার্জি, দিলীপ ঘোষ নাকি বিমান আব্বাস অধীর চৌধুরী, কে কে বা কারা হবেন এই রাজ্যের ভবিষ্যৎ নীতিনির্ধারক? বঙ্গ বিধানসভার ভোট গ্রহণ পর্ব শেষ হওয়ার পর ইঙ্গিত সুস্পষ্টভাবেই মিলছে বিভিন্ন সংস্থার করা এক্সিট পোল থেকে। কমবেশি প্রায় সব এক্সিট পলি বলছে বঙ্গের বাতাসে আবার সবুজ আবির খেলা হতে চলেছে। বঙ্গের মাটিতে রাজত্ব বজায় রাখতে চলেছে সেই ঘাসফুল। তুলনামূলকভাবে আসন সংখ্যা বাড়লেও এরাজ্যে বিরোধীদল হওয়ার খেতাব তাই পেতে পারে গেরুয়া শিবির। ২৯৪ টি আসন বিশিষ্ট পশ্চিমবঙ্গ বিধানসভায় সরকার গঠনের জন্য ম্যাজিক ফিগার ১৪৮ টি আসন লাভ করতে হবে যে কোন রাজনৈতিক দল বা জোট কে। প্রায় সব এক্সিট পোলের রেজাল্টে বলছে যে তৃণমূল কংগ্রেস রাবার তৃতীয়বারের জন্য সরকার গঠন করতে চলেছে। করণা ভয়ের মাঝেও মোদী অমিত শাহ এর সর্বোচ্চ শক্তি দিয়ে প্রচেষ্টার পরেও গেরুয়া শিবির ক্ষমতার ধারে কাছেও নেই। এক নজরে দেখে নেওয়া যাক বেশকিছু সংস্থা এক্সিট পোল এর হিসাব :

এবিপি আনন্দ সিএনএক্স :

তৃণমূল কংগ্রেস : ১৫৭-১৮৫
বিজেপি : ৯৬-১২৫
সংযুক্ত মোর্চা : ৮-১৬
অন্যান্য : ০

টাইমস নাউ :

তৃণমূল কংগ্রেস : ১৫৮
বিজেপি : ১১৫
সংযুক্ত মোর্চা : ১৯
অন্যান্য : ০

সি ভোটার :

তৃণমূল কংগ্রেস : ১৫২-১৬৪
বিজেপি : ১০৯-১২১
সংযুক্ত মোর্চা : ১৪-২৫
অন্যান্য : ০

সিএনএন নিউজ 18 :

তৃণমূল কংগ্রেস : ১৬২
বিজেপি : ১১৫
সংযুক্ত মোর্চা : ১৫
অন্যান্য : ০

এনডিটিভি :

তৃণমূল কংগ্রেস : ১৫৬
বিজেপি : ১২১
সংযুক্ত মোর্চা : ১৫
অন্যান্য : ০

ETG Research :

তৃণমূল কংগ্রেস : ১৬৪-১৭৪
বিজেপি : ১০৬-১১৫
সংযুক্ত মোর্চা : ১৫-১৮
অন্যান্য : ০

 

এক্ষেত্রে আমরা রিপাবলিক টিভি নামক সাম্প্রদায়িক শক্তির মুখপত্রের উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রচার করা ভিত্তিহীন এবং ভুয়া তথা কথিত এক্সিট পোল তুলে ধরিনি। কারণ, এটা কোনো এক্সিট পোল নয় একটি নির্দিষ্ট সাম্প্রদায়িক শক্তির প্রত্যাশা মাত্র।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর