আম্ফান সুন্দরবনের মানুষকে সামাজিক ও অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়েছে: বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200515-WA0050

সাইফুদ্দিন মোল্লা, এনবিটিভি, সুন্দরবন: আমফানের দাপটে কলকাতাসহ রাজ্যের ছটি জেলায় ব্যাপক ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে দক্ষিণ ২৪পরগনা জেলায়। ক্ষতিগ্রস্ত এলাকায় রাজ্য সরকার উপযুক্ত ব্যবস্থা নেওয়ার ব্যাবস্থা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তারাও এগিয়ে আসছে। সাগরদ্বীপে এই মুহূর্তে পূণর্গঠনের কাজ চলছে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এগিয়ে এসেছে দুস্থদের পাশে।

স্থানীয় বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা জানান,১৯৪৯ সালের বন্যার পর সুন্দরবনের মানুষ সুনামি, আয়লা, বুলবুল, ফনির সামনে পড়েছে। কিন্তু আম্ফান সুন্দরবনের মানুষকে সামাজিক ও অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়েছে।

স্থানীয় ব্লক উন্নয়ন আধিকারিকব্লক উন্নয়ন আধিকারিক সুদীপ্ত মণ্ডল বলেন, করোনা মহামারী এখনো চলে যায়নি। আপনাদের সজাগ থাকতে হবে, নিজেদের সতর্ক রাখতে হবে, পরিচ্ছন্ন রাখতে হবে সবাইকে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর