এনবিটিভি, ওয়েব ডেস্ক: ‘অন্ধকার সুরঙ্গ শেষে আলোর রেখা দেখা যায়’। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠকের পর একথাই বলতে শোনা গেল বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস।
বৈঠক থেকে বেরিয়ে এসে তিনি বলে দেন, “আজ আমি যে বার্তা পেয়েছি, তা হল… শীতকাল আসা মানে, বসন্ত খুব বেশি দূরে নয়। আগামী দিনে অবশ্যই ভাল কিছু হবে। অন্ধকার সুরঙ্গ শেষে আলোর রেখা দেখা যায়।” পাশাপাশি তাঁকে এও বলতে শোনা যায়, ‘যার শেষ ভাল, তার সব ভাল।’