আসানসোল পুরনিগমের কর্মীদের লালারসের নমুনা সংগ্রহ, হবে করোনা পরীক্ষা

এনবিটিভি ডেস্ক,আসানসোল,পশ্চিম বর্ধমান,২৬ আগষ্ট: আসানসোল পুরনিগমের কর্মীদের করোনা পরীক্ষা করার সিদ্ধান্ত নিলো পুর কতৃপক্ষ। পুর কর্মীদের লালারসের নমুনা সংগ্রহ করার জন্য একটি শিবিরের আয়োজন করা হলো বুধবার। বুধবারের সেই শিবিরে শতাধিক পুরকর্মীদের করোনা পরীক্ষার জন্য লালারসের নমুনা সংগ্রহ করা হয়। পুরনিগমের নতুন ভবনে এই শিবিরের আয়োজন করা হয়। জেলা স্বাস্থ্য দপ্তরের কর্মীরা এসে সেই লালারসের নমুনা সংগ্রহ করেন। আগামী ২৮ আগস্ট আবার এই ধরনের শিবিরের আয়োজন করা হবে বলে পুরনিগম সূত্রে জানা গেছে ।
এই প্রসঙ্গে পুর কমিশনার খুরশিদ আলি কাদরি বলেন,পুরনিগমের প্রতি বরো অফিসেও করোনা পরীক্ষার জন্য এই ধরনের শিবির আয়োজন করা হবে।

Latest articles

Related articles