এনবিটিভি, ওয়েব ডেস্ক: এলাহাবাদ হাইকোর্টের নির্দেশ অনুযায়ী শুক্রবার কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে জ্ঞানবাপী মসজিদ চত্বরে শুরু হলো এএসআইএর বৈজ্ঞানিক সমীক্ষা।
জ্ঞানবাপীর চারিদিকে চলছে সেনাকর্মীদের টহল। আছেন অসংখ্য পুলিশ কর্মীও। কোনওভাবেই সেখানে ঢোকা সহজ নয়। মোবাইল, পার্স, পেন সবকিছুই নিষিদ্ধ। ইসলাম সম্প্রদায়ের মানুষের মনে এখন একটাই প্রশ্ন চলছে। আজ শুক্রবার, তারা নামাজ কোথায় পড়বে?