এনবিটিভি নিউজ ডেস্ক, ২৪ জুলাই,পশ্চিম বর্ধমান, আসানসোল: আগামী ২১ এর বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে দলের ভিত্তি মজবুত করতে রাজ্যের সাংগঠনিক রদবদল ঘটিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি ৷ এতে পশ্চিম বর্ধমান জেলায় দলের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন রাজ্যের শ্রম ও আইন মন্ত্রী এবং আসানসোল উত্তরের বিধায়ক মলয় ঘটক ৷ এই খুশিতে শুক্রবার সকালে আসানসোলের সিটি বাসস্ট্যাণ্ড লাগোয়া অঞ্চলে আইএনটিটিইউসির টোটো ও অটো ইউনিয়নের পক্ষ থেকে বাজি ফাটিয়ে মিষ্টি বিতরণ করে উচ্ছ্বাস প্রকাশ করা হয় ৷ ইউনিয়নের নেতা রাজূ ওয়ালিয়া বলেন, মমতা ব্যানার্জিকে অশেষ ধন্যবাদ ৷ তিনি এই সিদ্ধান্তের মাধ্যমে জেলায় দলের ভিত্তি অনেক বেশি মজবুত করে দিলেন ৷ আগামী বিধানসভা নির্বাচনে সিপিআইএম, বিজেপি ও কংগ্রেস জেলায় পরাজয়ের মুখ দেখবে
Related articles