দিল্লির মেহরাউলিতে ৬০০ বছরের পুরোনো একটি মসজিদ ভেঙ্গে দিয়েছে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি (ডিডিএ) ।
মঙ্গলবার সকাল ৬টায় ওই মসজিদটি ভেঙ্গে ফেলা হয়।
ভেঙ্গে ফেলা ওই মসজিদের জাকির হুসাইন বলেছেন, মসজিদ এলাকায় শ্রদ্ধেয় ব্যক্তিদের কবরও। সেগুলোও সম্পূর্ণভাবে ভেঙে ফেলা হয়েছে।
জনসাধারণের কাছ থেকে আড়ালকার জন্যে মঙ্গলবার সকালের নামাজের আজানের আগেই দিল্লি উন্নয়ন কর্তৃপক্ষের আধিকারিকরা পুলিশি উপস্থিতিতে মসজিদটি ভেঙ্গে ফেলেছে বলে জানান তিনি।
মসজিদটি কোন পূর্ব নোটিশ ছাড়াই ভাঙা হয়েছে দাবি করে ইমাম বলেন, কর্মকর্তারা মসজিদে এসেই সবার ফোন কেড়ে নেন। কর্মকর্তারা তাকে মসজিদের ভিতরে রাখা পবিত্র কোরআনের কপি নিতে দেয়নি বলে অভিযোগ করেন তিনি।
ওই মসজিদ সংলগ্ন মাদ্রাসায় ২২ শিক্ষার্থীর কাপড় চোপড় ও খাবার সামগ্রীও নষ্ট করা হয়েছে বলে জানান ওই ইমাম।