অযোধ্যায় মসজিদের ৫ একর জমিতে হবে হাসপাতাল, ঘোষণা সুন্নি ওয়াকফ বোর্ডের

এনবিটিভি ডেস্ক: ঐতিহাসিক সিদ্ধান্ত – অযোধ্যায় মসজিদের ৫একর জমিতে হবে হাসপাতাল – ঘোষণা সুন্নি ওয়াকফ বোর্ডের

অযোধ্যায় সুন্নি ওয়াকফ বোর্ড জানিয়ে দিয়েছিল যে উত্তরপ্রদেশ সরকারের দেওয়া ৫একর বিকল্প জমি গ্রহণ করে সেখানে মানুষের উদ্দেশ্যে তৈরি হবে হাসপাতাল।

বছরের পর বছর ধরে দেশের মানুষের সেবার কথা ভেবে সুন্নি ওয়াকফ বোর্ড এক ট্রাস্ট গঠন করে এবার সেই বিকল্প জমিতে হাসপাতাল তৈরি করবে বলে জানিয়েছিল।

SCWB এর চেয়ারম্যান জুফার আহমেদ ফারুকী জানিয়েছিলেন “বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই ৫ একর জমি গ্রহণ করা হবে ও এক ট্রাস্ট গঠন করা হবে।”

Latest articles

Related articles