ক্রিকেটাঙ্গনে ফের ‘দাদাগিরি’, আইসিসি-র ক্রিকেট কমিটির চেয়ারম্যান হতে চলেছেন সোরভ

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

images (16)

এনবিটিভি ডেস্কঃ ক্রিকেটাঙ্গনে ফের ‘দাদাগিরি’। আইসিসি-র ক্রিকেট কমিটির চেয়ারম্যান হতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সূত্রের খবর, অনিল কুম্বলের জায়গায় আসতে চলেছেন ‘প্রিন্স অফ ক্যালকাটা’। এর আগে সৌরভ আইসিসি-র ক্রিকেট কমিটিতে ছিলেন। বর্তমানে যে ক্রিকেট কমিটি রয়েছে, তার পর্যবেক্ষক সৌরভই। দেশের বহু সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন বলছে, এ বার সেই কমিটির চেয়ারম্যান হতে চলেছেন তিনি। ক্লাইভ লয়েডের জায়গায় ২০১২ সালে চেয়ারম্যান হিসাবে এসেছিলেন কুম্বলে। এর পর ২০১৬ সালে তাঁকেই পুনর্নিয়োগ করা হয়। তৃতীয় তথা শেষবার ২০১৯ সালে তিন বছরের মেয়াদে পুনরায় নির্বাচিত হন তিনি।  ন’বছর ধরে ক্রিকেট কমিটির চেয়ারম্যান ছিলেন তিনি। এ বার তাঁর জায়গায় আসতে চলেছেন তাঁরই সতীর্থ সৌরভ।

এর ফলে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভের দায়িত্ব যে আরও খানিক বাড়তে চলেছে, তাতে সন্দেহ নেই। আইসিসি ক্রিকেট কমিটির কাজের মধ্যে অন্যতম বিভিন্ন প্রতিযোগিতায় খেলার নিয়ম-কানুন ঠিক মতো মেনে চলা হয়েছে কি না, তা খতিয়ে দেখা। মূলত প্রশাসনিক কাজই করে থাকে এই কমিটি।

 

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর