এনডিটিভি ডেস্ক, মোজাফ্ফার আহমেদ: বেলুড়ের লালাবাবুসায়র রোডের বাসিন্দা এক ষষ্ঠ শ্রেণীর ছাত্র নিখোঁজ । পুলিশ সূত্রের খবর ছেলেটির নাম সোনু হালদার। বেলুড় বয়েজ স্কুলে ঐ ছেলেটির বাবা মা সোমবার কাজে গিয়েছিলেন। যথারীতি সন্ধ্যায় বাড়ি ফিরে তারা ঘরে ঢুকতেই দেখলেন তাদের ছেলে ঘরে নেই। বাড়িওলার থেকে তারা জানতে পারেন তারা সোনুকে শেষ দেখেছে বিকাল ৫টা নাগাদ একটি প্যাকেট হাতে বাড়ি থেকে বেরিয়ে যেতে। তারপর দিশাহারা হয়ে তারা রাত পর্যন্ত খুঁজতে থাকে বিভিন্ন জায়গায়। কিন্তু কোথাও ছেলের খোঁজ না পেয়ে অবশেষে থানায় একটি নিখোঁজ ডায়েরি করে ছেলেটির বাবা মা। সোনুর মায়ের থেকে জানা যায় সোনু মেধাবী ছাত্র আর কখনো তাকে বাড়িতে কেউ বকাবকি করে না। পুলিশ খোঁজ করছে ছেলেটির এখনও খোঁজ মেলেনি।