ভৈরব নদীটি – হালিমা মুক্তা – যশোর

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20201222-WA0025

বৃষ্টি যখন টাপুর টুপুর পড়ছে নদীর জলে
ভৈরব নদীটি আমায় ডাকছে কত ছলে
মনকাড়া গ্রামটি আমার এই নদীটির তীরে
কত স্মৃতি জমে অাছে শৈশব কৈশর ঘিরে!
গ্রামটি আমার ক্ষয়ে যাওয়া অশান্ত মনে শান্ত জলের ঢেও
দু নয়ন মেলিয়া কল্পনাতেই জাল ফেলি জানে নাতো কেও!
এলাম আবার ফিরে তার কাছে ছন্দ ছড়া খুঁজতে
মনে মনে পড়লাম আমি তারই শুধু বুঝতে!
মুগ্ধতায় জড়িয়ে যখন যাচ্ছি আমি হারিয়ে
নদী তীরের হিজল গাছটি ঠিক তখন দাড়িয়ে!
স্বপ্নাছন্ন মায়াভরা মুখগুলিকে তাড়িয়ে
আবেশে আমিও যে হাতটি দিলাম বাড়িয়ে!
ভরছে না মন কিছুতেই তাই ঠাই দাঁড়িয়ে পাড়ে
ভিজে চুপসে তারা হচ্ছে সারা সফেদ ডানা ঝাড়ে
রাজহংসরই রুপে আমার মনটি তখন কাড়ে!!

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর