ভাঙ্গরে চলছে জমি মাফিয়া রাজ;দাবী তৃণমূল নেতার

নিজস্ব সংবাদদাতা: দীর্ঘদিন ধরে ভাঙ্গরে জমি মাফিয়ারা রাজ চালাচ্ছিলেন, জমি মাফিয়াদের তদারকিতে অবৈধভাবে খাল, নর্দমা ও চাষের জমিতে তৈরি হয় অবৈধ কনস্ট্রাকশন, প্রশাসন চোখে দেখেও দেখেনা। রাস্তার হাল একেবারে বেহাল, তার উপরে কনস্ট্রাকশনের শত শত লরি রাস্তার উপর রেখে জনগণের বিপদ ডেকে এনেছেন এই জমি মাফিয়া।। এতকিছুর পরও প্রশাসন নীরব।।

২০১৭ সালে জমি আন্দোলনের পর থেকেই ভাঙ্গড়ের জমির মিউটেশন বন্ধ থাকায় জমি মাফিয়াদের কাজ বন্ধ হয়ে যায়। কিন্তু বেশ কয়েকদিন আগে জমির মিউটেশন খুলে যায় আর তাতেই জমি মাফিয়াদের দৌরাত্ম্য বেড়েই চলেছে, এমনই অভিযোগ ভাঙড়ের তৃণমূল নেতা নান্নু হোসেনের

তাই এসবের প্রতিবাদে গর্জে উঠলেন ভাঙড়ের তৃণমূল নেতা হাজী নান্নু হোসেন,
বারবার তিনি দুর্নীতিবাজ নেতাদের বিরুদ্ধে মুখ খুলেছেন।

তিনি তৃণমূল থেকে তৃণমূলের একশ্রেণীর নেতাদের বিরুদ্ধে বারবার সরব হয়েছেন।সব সময় তিনি নিজেকে ন্যায় পরায়ণ প্রমাণ করার চেষ্টা করেছেন, যদিও তার বিরুদ্ধেও অনেকেই অভিযোগ তুলেছেন।

Latest articles

Related articles