এনবিটিভি: ভাবিজি পাঁপড় খেলেই পালাবে করোনা।’ এমন নিদান দিলেও নিজেই করোনা আক্রান্ত হলেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। শনিবার রাতেই তার কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে তিনি দিল্লির এইমস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তবে তার করোনা আক্রান্তের খবর সোশ্যাল মিডিয়ায় আসতেই, সমালোচনার শিকার হতে হয়েছে তাকে। যিনি নিজে ভাবিজি পাঁপড় খেলেই করোনা পালাবে বলেছিলেন তিনি নিজেই আজ করোনাই আক্রান্ত তাহলে তার ভাবিজি পাপড় কাজ করেনি?
এদিন তিনি নিজেই ট্যুইট করে লেখেন, “সংক্রমণের উপসর্গ ধরা পড়েছে। প্রথমবার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। আজ দ্বিতীয়বার টেস্টের রিপোর্টে কোভিড পজিটিভ এসেছে। আমি ঠিক আছি। এইমসে ভর্তি হয়েছি। আমার অনুরোধ, গত কয়েকদিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন তাঁরা নিজেদের শরীরের খেয়াল রাখুন।”