এনবিটিভি, ওয়েব ডেস্ক: কলকাতা হাই কোর্টে ধাক্কা শুভেন্দু অধিকারীর। নির্বাচনের দিন নিরাপত্তারক্ষী নিয়ে নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় ঘুরতে পারবেন না তিনি।
উল্লেখ্য, বৃহস্পতিবার ভোটের প্রচার শেষের পরই শুভেন্দু অধিকারীকে চিঠি পাঠালেন কাঁথির থানার আইসি। চিঠির মাধ্যমে তাঁর গতিবিধি নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে বলেই অভিযোগ শুভেন্দুর। আর ওই চিঠিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি।