এনবিটিভি, ওয়েব ডেস্ক: ৬ কুস্তিগিরকে শ্লীলতাহানি মামলায় সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ সিংকে সমন পাঠাল দিল্লির আদালত। ১৮ জুলাই তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। জানা গিয়েছে, ব্রিজভূষণের বিরুদ্ধে অজস্র প্রমাণ পেয়েছে দিল্লি পুলিশ।
ব্রিজভূষণের বক্তব্য “আমি নির্দোষ। আদালতের সামনে হাজিরা দিতেও কোনও অসুবিধা নেই। যথা সময়ে আদালতে পৌঁছে যাব।”